
Vice Principal Message
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে উপযুক্ত মানব সম্পদ সৃষ্টিকরা এবং শিক্ষার্থীদেরকে জীবনব্যাপী শিক্ষাচর্চা ও জ্ঞানান্বেষায় ব্রতী করে তোলাই বর্তমান শিক্ষানীতির মূল লক্ষ্য।শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে তারা আধুনিক বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞানসহ যাবতীয় ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রদর্শনে সমর্থ হয়। সরকারের এই সর্বব্যাপি উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে সরকারি আজিজুল হক কলেজ নানামুখী যুগোপযোগী কার্যক্রম এগিয়ে নিচ্ছে। বিশ্বকে তাড়িয়ে বেড়ানো অতিমারির বিষয়টি বিবেচনায় নিয়ে অর্থাৎ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সকল কার্য পরিচালিত হচ্ছে।