About Govt Azizul Haque College , Bogura
তথ্যই শক্তি এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইতোমধ্যে সংযুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তি মহাসড়ক (Information Technology Super Highway) নামক সাবমেরিন ক্যাবল লিংকের সাথে। সাবমেরিন ক্যাবল লিংকের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়াটা এ দেশবাসীর জন্য সত্যি শুভলক্ষণ। এর ফলে বাংলাদেশ সরাসরি যুক্ত হয়েছে Global Village এর সাথে এবং সূচনা হয়েছে এক নতুন দিগন্তের। অর্থনীতিতে এসেছে নতুন জোয়ার। স্বাস্থ্য, কৃষি, শিল্প, শিক্ষা- সবক্ষেত্রে এসেছে নতুনত্ব। বাংলাদেশ Global Telecommunication Network-এর প্রসারও এই সাবমেরিন ক্যাবল লিংকের সুবাদেই ঘটেছে। এর ফলে উম্মোচিত হয়েছে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে এদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব। বর্তমানে প্রযুক্তির প্রভাবে দেশবাসীর চিন্তা, মননশীলতারও ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। সরকারি সদিচ্ছা আর দেশীয় বিশেষজ্ঞদের নতুন নতুন উদ্ভাবন ও অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ একদিন উন্নত দেশগুলোর সারিতে অন্তর্ভুক্ত হবে এ – আশাবাদ ব্যক্ত করছি।
সরকারি আজিজুল হক কলেজের ডায়নামিক ওয়েবসাইটটি তথ্যপ্রযুক্তির আধুনিকতম সংযোজন। শিক্ষাবিষয়ক তথ্য সার্বজনীন করার এ প্রচেষ্টা সকল শিক্ষার্থীর মেধাকে উৎকর্ষের কাছাকাছি নিয়ে যাবে আশা করছি। এ কলেজের সকল শিক্ষার্থী প্রযুক্তির স্পর্শে বিকশিত হোক; এ শুভ কামনা রইল।